
শনিবার ২৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: হারপিস হল ‘হারপিস সিমপ্লেক্স ভাইরাস’ দ্বারা সৃষ্ট একটি সংক্রমণ। হারপিস সংক্রামিত ব্যক্তির ত্বক বা শ্লেষ্মা ঝিল্লির সঙ্গে সরাসরি সংস্পর্শের মাধ্যমে ছড়ায়, যেমন - চুম্বন, যৌন সংসর্গ, বা সংক্রামিত স্থান স্পর্শ করার মাধ্যমে। হারপিস এর লক্ষণগুলি ব্যক্তিভেদে এবং সংক্রমণের ধরনের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। প্রথম সংক্রমণ সাধারণত বেশি গুরুতর হয় এবং পুনরাবৃত্তি তুলনামূলক ভাবে হালকা হতে পারে।
১. প্রাথমিক সংবেদন: ফোস্কা বা ঘা দেখা দেওয়ার আগে আক্রান্ত স্থানে (যেমন ঠোঁট, মুখ, যৌনাঙ্গ, নিতম্ব বা উরু) প্রায়শই জ্বালাভাব, চুলকানি, কাঁটা কাঁটা বা টনটন করার মতো অনুভূতি হয়।
২. ফোস্কা বা ফুসকুড়ি: এক বা একাধিক ছোট, জল-ভরা ফোস্কা তৈরি হয়। ফোস্কাগুলি সাধারণত এক জায়গায় মৌচাকের মতো দলা হয়ে থাকে। ওরাল অর্থাৎ মুখের হারপিসে ঠোঁট বা মুখের চারপাশে এবং জেনিটাল হারপিসে যৌনাঙ্গ, নিতম্ব বা উরুর ভেতরের অংশে ফোস্কা দেখা যায়।
৩. ঘা বা ক্ষত: ফোস্কাগুলি ফেটে যাওয়ার পর ত্বকের উপর ছোট, অগভীর কিন্তু যন্ত্রণাদায়ক ঘা বা ক্ষত তৈরি করে। এই ঘাগুলি থেকে স্বচ্ছ বা হলদেটে তরল নিঃসৃত হতে পারে।
৪. ব্যথা ও অস্বস্তি: ফোস্কা এবং ঘাগুলি সাধারণত খুব যন্ত্রণাদায়ক হয়। এর সঙ্গে আক্রান্ত স্থান ফুলে যাওয়া বা লাল হয়ে যাওয়ার মতো লক্ষণও থাকতে পারে। যৌনাঙ্গে হারপিস হলে প্রস্রাবের সময় ব্যথা হতে পারে।
৫. ফ্লু-এর মতো উপসর্গ: বিশেষ করে প্রথমবার সংক্রমণের সময়, অনেকের ফ্লু-এর মতো উপসর্গ দেখা দেয়। এর মধ্যে প্রধান লক্ষণ জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা, ক্লান্তি এবং লসিকা গ্রন্থি ফুলে যাওয়া (বিশেষ করে কুঁচকির বা গলার)।
গায়ের রং নীল হয়ে যায়, রোজের ব্যবহৃত এই ধাতুর প্রভাবে, অসাবধান হলেই ঘটে যেতে পারে মারাত্মক বিপদ
প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত বাইডেন! জানেন প্রস্রাবের ধারা দুর্বল হওয়াও এর লক্ষণ? কীভাবে সময় মতো চিনবেন এই রোগ?
টানা তিনদিন একটি কাজ করলেই নতুন কোষ গজাবে মস্তিষ্কে! কমবে মানসিক চাপ! যুগান্তকারী গবেষণায় নতুন আলো
ক্যানসারের চিকিৎসায় যুগান্তকারী সাফল্য! বিশ্বের প্রথম মূত্রাশয় প্রতিস্থাপন করলেন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক!
যোনিদ্বার বন্ধ হয়ে গজিয়ে উঠল ‘পুরুষাঙ্গ’! রোগীর যৌনাঙ্গের অবস্থা দেখে থরথর কাঁপুনি চিকিৎসকদের
বুকে ব্যথা নেই, তবুও হতে পারে হৃদরোগ! চিনে নিন এই মারণব্যাধির ৫টি নীরব লক্ষণ, উপেক্ষা করলেই মৃত্যু
ক্যানসারের ‘অ্যানসার’ লুকিয়ে আছে মানুষের মলে! ‘যুগান্তকারী’ গবেষণায় শোরগোল মার্কিন মুলুকে
কোলন ক্যানসারের যম অতিপরিচিত এই খাবার! নতুন গবেষণায় আশার আলো বিজ্ঞানী মহলে
বাতকর্মেই রোগমুক্তি! বায়ু ত্যাগে ম্যাজিকের মতো সেরে যায় এই রোগ! শুধু জানতে হবে সঠিক পদ্ধতি